ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

সাইকেল দুর্ঘটনায় আহত পিএসজি কোচ লুইস এনরিকে, ভাঙল ‘কলারবোন’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫

সাইকেল দুর্ঘটনায় আহত পিএসজি কোচ লুইস এনরিকে, ভাঙল ‘কলারবোন’

সাইকেল চালাচ্ছেন লুইস এনরিকে। ইনস্টাগ্রাম

সাইকেল চালানোর নেশা বরাবরই আছে লুইস এনরিকের। স্পেন জাতীয় দলের কোচ থাকাকালে সাইকেল চালাতে চালাতেই ২০২২ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিলেন তিনি। এবার সেই প্রিয় সাইকেলই তাকে পাঠালো হাসপাতালে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাইকেল চালানোর সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ। দ্রুত হাসপাতালে নেওয়ার পর এক্স-রেতে ধরা পড়ে, তার কলারবোন বা কাঁধ-গলার মাঝের হাড় ভেঙে গেছে। বড় কোনো জখম না হলেও অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে—
“শুক্রবার সাইকেল দুর্ঘটনার পর কোচ লুইস এনরিককে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। তার কলারবোন ভেঙে গেছে এবং সার্জারির প্রয়োজন হবে। ক্লাব তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত সুস্থতা কামনা করছে। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।”

এনরিকে ঠিক কীভাবে দুর্ঘটনায় পড়েছেন—কোনো গাড়ির ধাক্কা নাকি নিজে পড়ে গেছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে নিয়মিত সাইক্লিংয়ের পাশাপাশি তিনি প্রতিযোগিতামূলক ইভেন্টেও অংশ নেন। গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকায় আট দিনে ৭০০ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং রেসেও অংশ নিয়েছিলেন তিনি।

তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাতে শুরু করেছেন। কেউ লিখেছেন—“দ্রুত সুস্থ হয়ে উঠুন কোচ”, আবার কেউ লিখেছেন—“স্পিডি রিকভারি, এনরিকে।”

আন্তর্জাতিক বিরতির পর এনরিকের দল পিএসজি আগামী ১৪ সেপ্টেম্বর লিগ আঁ’তে লাঁসের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১৮ সেপ্টেম্বর আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের চ্যাম্পিয়নস লিগ মিশন।

আমার ক্যাম্পাস

Link copied!