জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থীতা বাতিলকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক দাবি করেছে প্যানেলটি। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে প্যানেলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেলের জিএস পদপ্রার্থী শরণ এহসান। তিনি বলেন, নির্বাচনের মাত্র চার দিন আগে অমর্ত্য রায়ের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রহসনমূলক, নিয়মবহির্ভূত এবং ষড়যন্ত্রমূলক।'
শরণ এহসান জানান, ১৭ আগস্ট প্রকাশিত ভোটার তালিকা ও ২৯ আগস্টের চূড়ান্ত প্রার্থী তালিকায় অমর্ত্য রায়ের নাম থাকলেও হঠাৎ এক প্রজ্ঞাপন জারি করে তার প্রার্থীতা বাতিল করা হয়। ওয়েবসাইটেও ভোটার তালিকার ফাইল গোপনে পরিবর্তন করে অমর্ত্য রায়ের নাম মুছে ফেলা হয়েছে, যেখানে সংশোধনের কোনো তথ্য উল্লেখ নেই।
তিনি আরও জানান, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মোছার ঘটনায় অমর্ত্যকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। যদিও হাইকোর্ট ২১ মার্চ তাকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে, ক্লাস ও ল্যাব পরীক্ষা এবং হলে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। বহিষ্কারাদেশ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি নিয়মিত শিক্ষার্থী হিসেবে ক্লাসে ফিরেছেন, তবু প্রার্থীতা থেকে বাদ দেওয়া হয়েছে, যা অনৈতিক ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করা হয়।
শরণ এহসান অভিযোগ করেন, ‘অমর্ত্যর বহিষ্কারের সময় যে শিক্ষক ও শিক্ষার্থী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের কেউ এখন নির্বাচন কমিশনে, কেউ উপ-উপাচার্য পদে, আবার কেউ ভিপি পদে প্রতিদ্বন্দ্বী। এটি ‘‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’’ এবং নির্বাচনী ষড়যন্ত্রের পরিষ্কার উদাহরণ।’
তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তোলেন এবং আচার্যের হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসু সংবিধানের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচনা করে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :