বিশ্বখ্যাত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) অনলাইনে বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির ওপেনকোর্সওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে এ কোর্সগুলো বিশ্বের যেকোনো ব্যক্তি ঘরে বসে করতে পারবেন।
এমআইটির এই অনলাইন কোর্সগুলোতে অংশ নিতে কোনো নিবন্ধন ফি নেই। তবে যারা কোর্স শেষে ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাদের সামান্য ফি দিতে হবে। প্রতিটি কোর্সে ভিডিও লেকচার, সিলেবাস, কুইজ ও বিভিন্ন শিক্ষাসামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৫ সালের জন্য চালু কোর্সগুলোর মধ্যে রয়েছে:
-
কম্পিউটার সায়েন্স
-
জীববিজ্ঞান
-
উদ্যোক্তা উন্নয়ন
-
পদার্থবিজ্ঞান
-
অর্থনীতি ও ব্যবসা
-
আরও অন্যান্য বিষয়ের উপর কোর্স
প্রতিটি কোর্সের মেয়াদ ও কাঠামো ভিন্ন হওয়ায় আগ্রহীদের আগে বিস্তারিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সবার জন্য উন্মুক্ত
এই কোর্সে অংশ নিতে নির্দিষ্ট কোনো একাডেমিক যোগ্যতার প্রয়োজন নেই। বিশ্বের যেকোনো স্থান থেকে, যেকোনো বয়সের ব্যক্তি এ কোর্সে অংশ নিতে পারবেন। শিক্ষার্থী, পেশাজীবী কিংবা কেবল জ্ঞান অর্জনে আগ্রহী—সবাই এর আওতাভুক্ত।
তবে এসব কোর্সের জন্য একাডেমিক ক্রেডিট বা সরাসরি শিক্ষক তত্ত্বাবধান থাকছে না। অংশগ্রহণকারীরা এমআইটির অধ্যাপকদের তৈরি মূল পাঠ্যসামগ্রী ব্যবহার করতে পারবেন।
দক্ষতা উন্নয়নে সহায়ক
বিশ্বমানের এসব কোর্স প্রযুক্তিনির্ভর এই যুগে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে করে শিক্ষাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে ধারণা বিশ্লেষকদের।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য, ১৮৬১ সালে প্রতিষ্ঠিত এমআইটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। এবার বিশ্বব্যাপী শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে অনলাইনে নানা বিষয়ে কোর্স চালু করেছে প্রতিষ্ঠানটি।
আপনার মতামত লিখুন :