ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
শাহ আলী থানায়

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

মোস্তফা জগলুল পাশা পাপেল । ছবি: আমার ক্যাম্পাস ।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল-এর উদ্যোগে শাহ আলী থানা এলাকায় চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ কে আজাদ লেনিন এবং আয়োজন সহযোগিতা করেন সমতা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমি নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যে ২৬ নম্বর দফায় উল্লেখ রয়েছে ‘সকলের জন্য স্বাস্থ্যসেবা’ সেই লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে। প্রতিটি ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি ফ্রি ওষুধও বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্যাম্প শুরুর আগে কর্মীদের নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এ উদ্যোগের বার্তা পৌঁছে দেওয়া হয়। জনাব তারেক রহমানের নির্দেশনায় জনগণের নাগরিক সেবার অংশ হিসেবে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপেল বলেন, “তারেক রহমান আমাদের আকাঙ্ক্ষার প্রতীক। তিনি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জিয়া পরিবার স্বাধীনতার আগে যেমন মানুষের পাশে ছিল, স্বাধীনতার পরও তেমনি মানুষের কল্যাণে কাজ করছে। ৭৫ এর পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সঠিক পথে দিক নির্দেশনা দিয়েছেন। পরে ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের আন্দোলন এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি পাওয়ার পর তিনি দ্রুত দেশে ফিরবেন এবং সাধারণ জনগণ তাকে পাশে পেয়ে নতুন যাত্রা শুরু করবে। পাপেল বলেন, “তারেক রহমান নতুন প্রজন্মের জন্য একজন বীর সৈনিক। তার নেতৃত্বেই বাংলাদেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে।”


তিনি আরও বলেন,আমি এলাকায় উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছি, যাতে ঢাকার ১৪ আসনের জনগণ বাস্তব পরিবর্তন অনুভব করতে পারেন।স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় মানুষের জন্য স্বাস্থ্য সেবা উদ্বোধনের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ৫০০ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য,  হাফিজুল হাসান শুভ্র,হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক যুগ্ম আহবায়ক খলিল চৌধুরী,বি এন পি নেতা কাজি লিটন, মোঃ তৌফিকুর রহমান চৌধুরী তুহিন,শাফায়েত রাব্বি আরাফাত, মোঃ শামীম মিয়া সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয় ফার্মেসী এসোসিয়েশন।দারুস সালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন ভুট্টো, ইয়াসিন আলী, দারুস সালাম থানা শ্রমিক দলের আহবায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা,১০ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শাহীন, মনোয়ার হোসেন মনোয়ার, যুবদল  নেতা সেলিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,  মো:সেলিম, শাহ আলী থানা ছাত্রদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লেলিন,যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক  মির্জা মামুন, সুমন মিয়া, আজিজুর রহমান শাহিন, দারুস সালাম থানা ছাত্রদল সাবেক সভাপতি শ্যামল আহমেদ রাসেল, ঢাকা  মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি সরোয়ার আলম পিয়াস, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ,মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ,  ১০ নং ওয়ার্ড যুবদল  আহবায়ক কুদ্দুসুর রহমান বিপ্লব  সদস্য সচিব সান্তানুর রহমান রুবেল,দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুর রহমান হাফিজ, আক্তার হোসেন মামুন,শাহ আলী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসন দারুস সালাম থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, সুমন হোসেন, জাকির হোসেন, জুয়েল মিয়া, কামাল হোসেন, দারুস সালাম থানা ছাত্রদল আহবায়ক ইকবাল হোসেন দিপু সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার ক্যাম্পাস

Link copied!