জয়পুরহাটের কালাই পৌর এলাকার সড়াইল মহল্লায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—আব্দুর রশিদ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), মোস্তাফিজুর রহমান (৩০), আতিক (২৫), সবুজ মিয়া (৩০), জান্নাতুন (৪৬), ববিতা খাতুন (১৪), মফিজুল (৪৮), আব্দুল আজিজ (৫৫) এবং আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সবাইকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত জান্নাতুন জানান, হঠাৎ করেই একটি শিয়াল মহল্লায় ঢুকে পড়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এমনকি ঘরের ভেতরে প্রবেশ করেও কয়েকজনকে আক্রমণ করেছে। মসজিদ থেকে এশার নামাজ শেষে ফেরার সময় আরও কয়েকজনকে কামড়ায় শিয়ালটি।
একইভাবে আহত আব্দুল আজিজ বলেন, “আমরা নামাজ পড়ে ফিরছিলাম, হঠাৎ শিয়াল দৌড়ে এসে আমাকে এবং আশপাশের আরও কয়েকজনকে কামড় দেয়। দুইজনের কানও ছিঁড়ে নিয়েছে।”
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা লিনা জানান, আহত সবাইকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন না থাকায় তাদেরকে আগামীকাল জেলা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :