লক্ষ্মীপুর থেকে চাঁদপুরমুখী “আঞ্জুমান” নামের একটি অ্যাম্বুলেন্সের চালকের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
ওসি মো. বাহার মিয়া জানান, এর আগেরদিন দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে অ্যাম্বুলেন্সটি চাঁদপুরে আসার পথে ফরিদা (ছদ্মনাম, ২৩) নামের ওই তরুণীকে গাড়িতে তোলা হয়। চলার সময়েই তাকে ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
তিনি আরও জানান, পরে সদর উপজেলার বাগাদী এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে রাতের ডিউটিরত পুলিশ গাড়িটি থামায়। গ্লাস নামাতে বললে ভেতর থেকে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করে, “আমাকে বাঁচান এদের হাত থেকে।” এরপর জিজ্ঞাসাবাদে উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, তরুণীর বাড়ি শাহরাস্তি উপজেলায় এবং অভিযুক্ত চালকের বাড়ি সদর উপজেলার প্রফেসর পাড়া এলাকায়। বর্তমানে দুজনকেই থানায় রাখা হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :