ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

মিরপুরের বিহারী ক্যাম্প মাদকের ঘাঁটি: ছাত্রদল নেতা আকরাম

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫

মিরপুরের বিহারী ক্যাম্প মাদকের ঘাঁটি: ছাত্রদল নেতা আকরাম

আকরাম আহমেদ। ছবি: আমার ক্যাম্পাস

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ অভিযোগ করেছেন, রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলো এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, অথচ প্রশাসন এ বিষয়ে নীরব অবস্থান নিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “মিরপুরের বিভিন্ন বিহারি ক্যাম্পে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। এর পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে মাদক নির্মূল সম্ভব নয়।”

তিনি আরও জানান, যেখানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে, সেখানে মিরপুরের ক্যাম্পগুলোতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তার মতে, “যৌথবাহিনী দিয়ে দ্রুত অভিযানে নামতে হবে, নইলে নতুন প্রজন্ম ভয়াবহভাবে মাদকে জড়িয়ে পড়বে।”

ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করে আকরাম আহমেদ দাবি করেন, মিরপুরের মিল্লাদ ক্যাম্পে মাদকবিরোধী প্রতিবাদ করার কারণে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এতে পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ চারজন গুরুতর আহত হন।

তিনি বলেন, “এ ঘটনায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি মাদক নির্মূলে কঠোর ও নিরপেক্ষ অভিযান পরিচালনার আহ্বান জানাই।”

আমার ক্যাম্পাস

Link copied!