সম্পূরক বৃত্তিসহ দুই দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেছে জবি শিক্ষার্থীরা।
আজ ৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টায় জবি শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে বিশ্বব কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ সাজিদ ভবন, ভাষাশহীদ রফিক ভবন, বিজ্ঞান অনুষদের মাঠসহ পুরো ক্যম্পাস ঘুরে এসে ভিসি ভবনের সামনে অবস্থান নেয়। এই সময় শিক্ষার্থীদের স্লোগান দিতে থাকে
হল বৃত্তি আবাসন, কবে দিবা প্রশাসন!
আটটা টু আটটা, বজায় কার ঘন্টা?
এক দুই তিন চার,হল আমার অধিকার!
জ্বলো রে জ্বালোআগুন জ্বলো!
বাংলাদেশ চলে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার যুগ্ম সাধারণত সম্পাদক সোহান প্রারামাণিক বলেন যে “আমাদের দুইটি দাবি যৌক্তিক এক আবাসন ভাতা দুই জকসু নির্বাচন মেনে নিতে হবে। আর এই দাবি গুলো আদায় করে দিতে না পারলে প্রশাসনের গদি ছেড়ে চলে যান।"
আপনার মতামত লিখুন :