ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

জবিতে শিবিরের উদ্যোগে মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

জবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

জবিতে শিবিরের উদ্যোগে  মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

ছবিঃ আমার ক্যাম্পাস

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রবিবার (৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসের শান্ত্বচত্ত্ব্বর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর  বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যাম্পটি চলবে। শিক্ষার্থীরা এখানে মোট ছয়টি বিষয়ে স্বাস্থ্যসেবা পাবেন।

ক্যাম্পের প্রথম দিন মানসিক চাপ ব্যবস্থাপনা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারটির শিরোনাম “Stress Management: A Key to a Better Quality of Life”।

এছাড়া, ক্যাম্প চলাকালীন সময়ে কেউ যদি প্রয়োজনীয় সমাধান না পান, তবে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অতিরিক্ত তিনটি কাউন্সেলিং সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

ক্যাম্পে মানসিক স্বাস্থ্য বিষয়ে বইয়ের একটি অস্থায়ী স্টলও থাকবে। সেখান থেকে শিক্ষার্থীদের বিভিন্ন বই কেনার সুযোগ থাকবে।

আমার ক্যাম্পাস

Link copied!