ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

৩৩ বছর পর জাকসু নির্বাচন: দৃষ্টি কাড়ছে নারী প্রার্থীর অংশগ্রহণ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

৩৩ বছর পর জাকসু নির্বাচন: দৃষ্টি কাড়ছে নারী প্রার্থীর অংশগ্রহণ

ছবিঃ আমার ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন রঙিন নির্বাচনী আবহে মুখরিত। ক্লাসরুম, অনুষদ, বটতলা, মুরাদ চত্বর থেকে শুরু করে শহিদ মিনার পর্যন্ত প্রার্থীদের পদচারণায় সরগরম প্রতিটি প্রান্ত। দিনশেষে আবাসিক হলগুলোতেও ভোট চাইতে ছুটছেন তারা। শিক্ষার্থীদের আলাপচারিতায় এখন সবচেয়ে আলোচিত বিষয়—জাকসু নির্বাচন।

এবারের নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণও দৃষ্টি কেড়েছে। মোট ১৮২ জন প্রার্থীর মধ্যে ৪৫ জন নারী শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজেদের নির্বাচনী ইশতেহার নিয়ে তারা দৌড়ঝাঁপ করছেন ভোটারদের কাছে। তবে শিক্ষার্থীদের সর্বোচ্চ পদ সহ-সভাপতি (ভিপি) পদে এবারও কোনো নারী প্রার্থী দেখা যায়নি। যদিও দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন দুজন নারী প্রতিদ্বন্দ্বী। জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইন ও বিচার বিভাগের সৈয়দা অনন্যা ফারিয়া, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে সরকার ও রাজনীতি বিভাগের তানজিলা হোসাইন বৈশাখী প্রতিদ্বন্দিতা করছেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফারহানা বিনতে জিগার ফারিনা, নৃবিজ্ঞান বিভাগের সৈয়দা মেহের আফরোজ। সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মায়মুনা বিনতে সাইফুল, মার্কেটিং বিভাগের ফাতেমা-তুজ-জোহরা।

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের সোমা ডুমরী, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ইগিমি চাকমা। সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের আইরিন সুলতানা আঁখি। স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণরসায়ন বিভাগের লাবিবা মুবাশশিরা নির্বাচন করছেন। নারীদের সংরক্ষিত আসনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের আঞ্জুমান আরা ইকরা, ইংরেজি বিভাগের লামিয়া রহমান তৈশী, নবিজ্ঞান বিভাগের ফারিয়া জামান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মালিহা নামলাহ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

সহ ক্রীড়া সম্পাদক পদে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সৈয়দা আলভী খোরশেদ, ইংরেজি বিভাগের মোছা. সিফাত আরা রুমকি, নাটক ও নাট্যতত্ব বিভাগের মোছা. শাহানাজ পারভীন শানু, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাবিকুন্নাহার, গণিত বিভাগের মোছাঃ ফারহানা আক্তার লুবনা, নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রত্যাশা ত্রিপুরা।

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, অর্থনীতি বিভাগের কাজী মৌসুমি আফরোজ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাদিয়া রহমান, নৃবিজ্ঞান বিভাগের মায়িশা মনি, দর্শন বিভাগের তাজনীন নাহার তাম্মি, চারুকলা বিভাগের জান্নাতুল ফিরদাউস আনজুম ও সাদিয়া ইমরোজ ইলা। 

জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রার্থী এবং ভোটারদের মাঝে উৎসমুখর পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। ভোটাররা আমাদের সাদরে গ্রহণ করছে। যা আশা করেছিলাম তারচেয়ে বেশি সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন, বিভিন্ন ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করে শিক্ষার্থী সংসদ নির্বাচন বানচাল করার পাঁয়তারা চলছে। জাহাঙ্গীরনগরে এমন ষড়যন্ত্র হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে রুখে দিবো আমরা। আমরা প্রশাসনের উপর খুবই আশাবাদী জাকসু নির্বাচন নিয়ে।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নারী এজিএস পদপ্রার্থী আয়শা সিদ্দিকা মেঘলা বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ৫০% নারী শিক্ষার্থী রয়েছে। তারা অনেকেই জানেন না কোথায় তাদের দাবি দাওয়ার কথা বলতে হবে। আমি এই নারী শিক্ষার্থীদের নেতা হতে চাই। তাদের কণ্ঠস্বর হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। সকল ধর্ম, বর্ণ, মতাদর্শের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটা সুন্দর ক্যাম্পাস গড়তে চাই।'

এছাড়া কার্যকরী সদস্য পদে, হ্যাপি আক্তার শিলা (দর্শন), শেখ নাবিলা বিনতে হারুন (ইতিহাস), ফাবলিহা জাহান নাজিয়া (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আরিফা জান্নাত মুক্তা (প্রাণরসায়ন) মোছা. নুসরাত জাহান ইমা (আইন ও বিচার), শায়লা সাবরীন নিঝুম (নাটক ও নাট্যতত্ত্ব), সুমাইয়া সুলতানা (চারুকলা) আদৃতা রায় (নাটক ও নাট্যতত্ত্ব), রোকেয়া আমীন অনুসূয়া (চারুকলা), জান্নাতুল মাওয়া শ্যামন্ত্রী (আন্তর্জাতিক সম্পর্ক) তানজিলা তাসনিম (নৃবিজ্ঞান) আনিকা তাবাসসুম (নৃবিজ্ঞান), ইফফাদ জাহান বিথী (বাংলা), আফিয়া ইবনাত (অর্থনীতি), পৃষতী খান (পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান), অহনা শাহরীন (আন্তর্জাতিক সম্পর্ক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আমার ক্যাম্পাস/ ঐশী ইসলাম

Link copied!