এশিয়া কাপ হকির গত আসরের মতো এবারও ষষ্ঠ হয়ে ভারত থেকে ফিরছে বাংলাদেশ দল। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরেছে রাকিবুল হাসান-আশরাফুল ইসলামরা। লাল-সবুজের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ২৯তম, যেখানে জাপান ১৮ নম্বরে। ম্যাচের শুরুতে বাংলাদেশ প্রথম আট মিনিটে তিনবার পেনাল্টি কর্নারের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। বরং নবম মিনিটে গোল হজম করে বসে দলটি। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে শিনোহারা রোসুকের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না খেলেও তৃতীয় কোয়ার্টারের ৩৫ থেকে ৩৮ মিনিটের মধ্যে জাপান আরও দুইবার জালে বল পাঠায়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ একটি গোল শোধ করলেও জাপান আরও দুইবার স্কোর করে জয় নিশ্চিত করে।
ষষ্ঠ স্থান পাওয়ায় এবার সরাসরি বিশ্বকাপ বাছাই খেলা হচ্ছে না বাংলাদেশের। পাকিস্তান সরে দাঁড়ানোয় এফআইএইচ বিশেষ নিয়ম চালু করেছে, যেখানে শীর্ষ পাঁচে থাকলেই সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।
তাই এখন তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ জিতলেই বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে মশিউর রহমানের দলের। সিরিজের ভেন্যু ও সময় এখনো ঠিক হয়নি। তবে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, ঢাকায় আয়োজনের চেষ্টা করা হবে, যদিও পুরনো টার্ফ নিয়ে এশিয়ান হকির পর্যবেক্ষক দলকে সন্তুষ্ট করতে হবে।
১৯৮২ সাল থেকে এখন পর্যন্ত মোট ১২ বার এশিয়া কাপ হকিতে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে সর্বোচ্চ সাফল্য একবার পঞ্চম স্থান অর্জন।
আপনার মতামত লিখুন :