চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা, প্রশাসনের ব্যর্থতা এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি কলার ঝুপড়ি ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে ছাত্রদল নেতাকর্মীরা দাবি করেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারবে না। তবে এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার পাশাপাশি ব্যর্থ প্রক্টরিয়াল বডিকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান।
ছাত্রদল নেতারা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়— ‘প্রশাসনকে লালকার্ড’, ‘প্রক্টরকে লালকার্ড’, ‘নারী বিদ্বেষী প্রশাসন লালকার্ড’, ‘জমিদারের জমিদারি চলবে না’, ‘জমিদার তুই চবি ছাড়’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’।
ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “জোবড়ার সন্ত্রাসী হামলায় শিক্ষার্থীরা আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলতা থেকেও সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান স্থানীয়দের পক্ষে বিশ্ববিদ্যালয়কে তাদের পৈতৃক সম্পত্তি এবং নিজস্ব জমিদারের মতো দাবি করেছেন। প্রশাসন ও প্রক্টরিয়াল বডির নারীবিদ্বেষী এবং দায়িত্বহীন আচরণ নিয়েই আমরা আজ এই লালকার্ড প্রদর্শন করেছি। আমাদের দাবি, ব্যর্থ প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং সংঘর্ষের সঙ্গে জড়িত সব সন্ত্রাসী দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা হোক।”
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা প্রশাসনকে সতর্ক করে বলেন, যদি তাদের দাবির প্রতি পদক্ষেপ না নেওয়া হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :