বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-তে স্বপ্নসিঁড়ি কর্তৃক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বেরোবির স্মারক মাঠ পরিষ্কার করার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেন স্বপ্নসিঁড়ির স্বেচ্ছাসেবীরা। এতে সংগঠনের নবীন সদস্যরা মাঠ পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করে।
"হাত বাড়ায় মানবতার সেবাই লক্ষ্য মোদের আকাশ ছোঁয়াই"—এই স্লোগানকে সামনে রেখে নানা ধরনের মানবিক কাজ করে যাচ্ছে স্বপ্নসিঁড়ি বেরোবি, রংপুর। সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানো, শীতবস্ত্র দানসহ নানাবিধ সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ তাদের মাসিক মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠ পরিষ্কার করা হয়।
এই পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুজন বলেন, “আমরা সবাই জানি ক্যাম্পাস আমাদের দ্বিতীয় ঘর। মাঠে ময়লা পড়ে থাকতে দেখে মনে হয়েছে, এই ঘরটা তো আমাদেরই, তাহলে পরিষ্কার করার দায়িত্বও আমাদেরই। স্বপ্নসিঁড়ি সবসময় সামাজিক দায়বদ্ধতার কাজ করে। তাই স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা সিদ্ধান্ত নেয় মাঠটাকে আগের মতো সুন্দর করে তুলতে। আমরা চাই ভবিষ্যতে সবাই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সচেতন হোক। স্বপ্নসিঁড়ি শুধু শুরুটা করেছে।”
সংগঠনটির সদস্য আবু সাহাব সিয়াম জানান, “আমাদের ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। আমার অনেক ভালো লেগেছে। আমরা যেহেতু স্বপ্নসিঁড়ির একজন স্বেচ্ছাসেবক, এ ধরনের কাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। পরিষ্কার করার পর মাঠটা আরও সুন্দর লাগছিল, যা সুন্দর মনের বহিঃপ্রকাশ।”
অন্য এক সদস্য কানিজ ফাতেমা বলেন, “আজকের কার্যক্রম আমার কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। আমরা স্বপ্নসিঁড়ির সদস্যরা একসাথে বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠ পরিষ্কার করেছি। মাঠ পরিষ্কার করার যে আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আবার কষ্টও পেয়েছি—এইটা দেখে আমরা কত সহজেই ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলি। এমন একটি জায়গা যেখানে আমরা প্রতিদিন খেলি, হাঁটি, আড্ডা দিই। ময়লা ডাস্টবিনে ফেলা আমাদের সবার অভ্যাস হওয়া উচিত। যদি প্রত্যেকে নিজের ব্যবহৃত জিনিসটা নির্দিষ্ট জায়গায় ফেলে, তাহলে হয়তো মাঠ বা ক্যাম্পাসে কখনোই আবর্জনা জমবে না। ছোট ছোট উদ্যোগও সমাজে বড় পরিবর্তন আনতে পারে।”
আপনার মতামত লিখুন :