নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলশূন্য সমতায় থেমেছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের চাপে রাখলেও জয়ের মুখ দেখেনি হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তিন বছর আগের হারের প্রতিশোধও তাই রয়ে গেল অপূর্ণ।
বাংলাদেশের ফুটবলে পরিচিত দুর্বলতাগুলো আবারও চোখে পড়েছে—সঠিক পাস দিতে না পারা, আক্রমণে উঠে লক্ষ্যভ্রষ্ট হওয়া এবং বক্সে ভালো বল পেয়েও ফিনিশিংয়ে ব্যর্থতা। হামজা চৌধুরী ও শমিত সোম দলে থাকলে মিডফিল্ডে নিয়ন্ত্রণ বাড়লেও সুযোগ নষ্টের হতাশা থেকে যায়। তারা ছাড়া নামা এই ম্যাচে সেই নিয়ন্ত্রণ কমে গিয়েছিল। পরিসংখ্যানও বলছে, বল দখলে দুই দলই সমান ছিল—৫০ শতাংশ করে।
তবে সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ কিছুটা এগিয়ে ছিল। রাকিবুলরা চারটি সুযোগ গড়েছিলেন, যার দুটি থেকে গোল পাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু লক্ষ্যে নেওয়া দুই শটেও জালের দেখা মেলেনি। নেপালও দুইবার গোলমুখে হানা দেয়, তবে সফল হয়নি। কর্নার কিকেও বাংলাদেশ তিনবার চেষ্টা করেও ব্যর্থ হয়, বিপরীতে নেপাল সুযোগ পায় একবার।
শুধু কার্ডের হিসাবে বাংলাদেশ পিছিয়ে ছিল—দুইটি হলুদ কার্ড দেখেছে জামাল ভূইয়ার দল, নেপাল দেখেছে একটি। আগামী ৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে আবার মুখোমুখি হবে দুই দল।
আপনার মতামত লিখুন :