বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল একসময় ঘনিষ্ঠ বন্ধু হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে। ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘদিন দেশের বাইরে আছেন সাকিব। এই সময়ে বিসিবি নির্বাচনে প্রার্থী হয়েছেন তামিম। ফলে প্রশ্ন উঠেছে—তিনি সভাপতি হলে সাকিব কি আবার জাতীয় দলে ফিরতে পারবেন?
এ প্রসঙ্গে তামিম বলেন, “সাকিব বাংলাদেশের ক্রিকেটার। যদি সে ফিট থাকে, অনুশীলনে ফিরে আসে এবং নির্বাচকরা মনে করেন সে যোগ্য, তবে অবশ্যই সে জাতীয় দলে ফিরতে পারে। তবে তাকে দেশে ফিরতে হবে, কারণ এখানে আইনি বিষয়ও জড়িত আছে।”
মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওর বিরুদ্ধে মামলা আছে। সেটা মোকাবিলা করতে পারলে এবং জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারলে অবশ্যই সুযোগ থাকবে। সাকিব তো আমেরিকান বা পর্তুগিজ নয়, সে বাংলাদেশের।”
তামিম আরও যোগ করেন, “কোর্টে মামলা চলা বা তা প্রত্যাহার করা বিসিবির হাতে নেই। দেশের হয়ে খেলতে হলে সাকিবকে দেশে ফিরতে হবে, প্র্যাকটিসে আসতে হবে। সিদ্ধান্তটা ওর নিজের—ও খেলতে চাইবে কি না।”
আপনার মতামত লিখুন :