ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

শেষ বলে রোমাঞ্চ, জিতল সাকিবদের ফ্যালকনস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫

শেষ বলে রোমাঞ্চ, জিতল সাকিবদের ফ্যালকনস

সাকিব আল হাসান। ছবিঃ সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাটকীয় এক ম্যাচে শেষ বলে জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে জিততে শেষ ওভারে ১২ রান দরকার ছিল ফ্যালকনসের। শেরফানে রাদারফোর্ডের করা সেই ওভারে প্রথম পাঁচ বলে ১০ রান তুললেও ইমাদ ওয়াসিম আউট হয়ে যান। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। নতুন নামা শামার স্প্রিঙ্গার সেটি নিশ্চিত করে দলকে ৪ উইকেটের জয় এনে দেন।

ব্রিজটাউনে হওয়া ম্যাচে ফ্যালকনসের হয়ে ব্যাটে-বলে বড় কিছু করতে পারেননি সাকিব আল হাসান। বল হাতে ৩ ওভারে দেন ৩৩ রান, পাননি কোনো উইকেট। পরে ব্যাট করতে নেমে ১৫ বলে ১২ রান করে আউট হন তিনি। আগের ম্যাচে ফিফটি পেলেও এদিন ব্যর্থ ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে দলটি ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে থেকে প্লে-অফের পথে এগোচ্ছে।

বার্বাডোজ রয়্যালস আগে ব্যাট করে তোলে ৪ উইকেটে ১৮৭ রান। ওপেনার ব্র্যান্ডন কিং খেলেন ৬৫ বলে অপরাজিত ৯৮ রানের ঝড়ো ইনিংস। রাদারফোর্ড করেন ২৯, ডি কক ২৭ ও ক্রিস গ্রিন অপরাজিত থাকেন ১৬ রানে। ফ্যালকনসের পক্ষে সালমান ইরশাদ মাত্র ১৩ রানে নেন ২ উইকেট।

জবাবে ওপেনার আন্দ্রেয়াস গৌস খেলেন ৫৩ বলে অপরাজিত ৮৫ রানের দারুণ ইনিংস। তাকে সঙ্গ দেন আমির জাঙ্গু (১৪ বলে ২৩) ও কেভিন উইকহ্যাম (২৬ রান)। ইমাদ ওয়াসিম করেন ১৭ রান। রয়্যালসের হয়ে ড্যানিয়েল স্যামস ৩টি উইকেট নেন ২৯ রানে।

বার্বাডোজ ফিল্ডিংয়ে বেশ দুর্বলতা দেখায়। ক্রিস গ্রিন চারটি আর স্যামস দুটি ক্যাচ ছেড়ে দেন। ফলে ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে নিচে অবস্থান করছে দলটি।

শেষ পর্যন্ত ম্যাচসেরা নির্বাচিত হন ফ্যালকনসের পেসার সালমান ইরশাদ।

সংক্ষিপ্ত স্কোর:

  • বার্বাডোজ রয়্যালস: ২০ ওভারে ১৮৭/৪ (কিং ৯৮*, রাদারফোর্ড ২৯, ডি কক ২৭; সালমান ২/১৩)

  • ফ্যালকনস: ২০ ওভারে ১৮৮/৬ (গৌস ৮৫*, উইকহ্যাম ২৬, জাঙ্গু ২৩; স্যামস ৩/২৯)
    ফল: ফ্যালকনস ৪ উইকেটে জয়ী
    ম্যাচসেরা: সালমান ইরশাদ (ফ্যালকনস)

আমার ক্যাম্পাস

Link copied!