চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে শিক্ষার্থীরা দেয়ালিকা আঁকন, গণস্বাক্ষর, গান ও কবিতায় প্রতিবাদসহ নানা কর্মসূচি পালন করেন।
প্রশাসনিক ভবনের সামনে গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীরা ভবনটিকে প্রতীকীভাবে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ হিসেবে উল্লেখ করেন। অভিযোগ অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে উপাচার্য (ভিসি), প্রক্টর ও রেজিস্ট্রার ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বাধা দেন এবং হুমকি প্রদান করেন। এ সময় তারা ২০২৩-২৪ সেশনের দুই নারী শিক্ষার্থীর আইডি কার্ডের ছবি তুলে নেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে আপ্যায়নের নামে ভয়ভীতি প্রদর্শন করেন।
হুমকির শিকার শিক্ষার্থীদের একজন সেনোয়ারা ভবনের আবাসিক। ঘটনার পর থেকেই তিনি স্থানীয়দের দ্বারা নানান ধরনের ভয়ভীতি ও ‘রেপ থ্রেট’-এর মুখোমুখি হচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের কর্তাব্যক্তি নিজেরাই এভাবে হুমকি দেওয়ায় তাদের নিরাপত্তাহীনতা আরও গভীর হয়েছে।
‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ জানায়, তারা প্রশাসনের হুমকিতে ভীত নন। বরং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে আন্দোলন অব্যাহত রাখবেন। তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
আহত শিক্ষার্থীদের পূর্ণ চিকিৎসা নিশ্চিত করা
বহিরাগত সন্ত্রাসীদের অবাধ প্রবেশ বন্ধ করা
শাটল ট্রেন ও বাসে নিরাপত্তা নিশ্চিত করা
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ বন্ধ করা
প্রক্টরিয়াল বডির পদত্যাগ
শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দেয়ালিকা আঁকন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে এবং পুরাতন কলা অনুষদ এলাকায় গান ও কবিতায় প্রতিবাদের আয়োজন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আপনার মতামত লিখুন :