ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচন: ৩৩ বছরের প্রতীক্ষায় ছাত্রদলের ইশতেহারে শিক্ষার্থীদের স্বপ্নগাথাঁ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫

জাকসু নির্বাচন: ৩৩ বছরের প্রতীক্ষায় ছাত্রদলের ইশতেহারে শিক্ষার্থীদের স্বপ্নগাথাঁ

ছবিঃ আমার ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে (জাকসু) জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল সাদী-বৈশাখী পরিষদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের 'অদম্য ২৪' স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

শিক্ষা ও গবেষণা, নিরাপদ ক্যাম্পাস, ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্যসহ ৮ টি ইশতেহার ঘোষণা করেছে প্যানেলটি। তাদের ইশতেহারগুলো হলো আন্তজার্তিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উচ্চমান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক বৈত্রিচ্য, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস।

এসময় ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদি বলেন, "আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৌন্দর্য, সংস্কৃতি ও প্রতিরোধের এক উজ্জ্বল প্রতীক। এ বিশ্ববিদ্যালয় শুধু দেশের সাংস্কৃতিক রাজধানীই নয়, বরং স্বাধীন চেতনা ও প্রতিবাদেরও প্রেরণাস্থল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এই ক্যাম্পাস থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল সারা দেশে।"

তিনি আরও বলেন, "দেশের অন্যতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৩৩ বছর ধরে একটি ঐতিহাসিক নির্বাচনের প্রতীক্ষায় ছিল। বিগত তিনটি জাকসু নির্বাচনে বিজয়ী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধারাবাহিকভাবে এই নির্বাচন পুনরায় আয়োজনের দাবি জানিয়ে আসছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করেছি একটি সুন্দর, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার। আজ আমরা শিক্ষার্থীদের জন্য ৮ দফা ইশতেহার ঘোষণা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ইশতেহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।"

সুসমন্বিত পরিবহন ব্যবস্থা ব্যাখা করতে গিয়ে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, "ক্যাম্পাসে পরিবহন সংকট নিরসনে নিয়ন্ত্রিত নিরাপদ অটোরিকশা ও ইলেকট্রিক কাট বৃদ্ধি করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বাস রুট পর্যালোচনা, সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু হবে। প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার স্থাপন করে মোবাইল অ্যাপস চালু করা হবে, যাতে বাস ট্র্যাকিং, সময়সূচি, অভিযোগ ও স্টপেজ নির্ধারণ করা যায়। বিভাগীয় ফিল্ডওয়ার্কে বাস ব্যবহারে খরচ কমানো ও রিকুইজিশন সহজ করা হবে। একাধিক ডিপো থেকে যানবাহন সরবরাহ করে সংকট দূর করা হবে। প্রতিটি গেটে বাইসাইকেল-মোটরসাইকেল রাখার অবকাঠামো তৈরি, ফুটপাত ও অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার এবং পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা হবে। যানবাহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা, দুর্নীতি দমন ও অসৌজন্যমূলক আচরণের দ্রুত বিচার নিশ্চিত করা হবে।"

এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

আমার ক্যাম্পাস/ ঐশী ইসলাম

Link copied!