ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

রবিবার শপথবাক্য পাঠ করবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫

রবিবার শপথবাক্য পাঠ করবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা

ছবিঃ সংগৃহীত

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শপথবাক্য পাঠ করবেন আগামীকাল রবিবার। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং বিভিন্ন হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের এ কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!