ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ডাকসু ও হল সংসদ নির্বাচন: ভোটারদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

ডাকসু ও হল সংসদ নির্বাচন: ভোটারদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা

ছবিঃ আমার ক্যাম্পাস

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো ভোটার ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ সঙ্গে রাখতে পারবেন না।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!