রাজনীতিবিদ, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে তার মরদেহ।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মরদেহ শহীদ মিনারে আনা হয়। সেখানে কিছু সময়ের জন্য সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে।
বদরুদ্দীন উমর কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, লেখক ও বিশ্লেষক হিসেবেও পেয়েছিলেন বিশেষ স্বীকৃতি। দেশের রাজনৈতিক পরিবর্তন ও সামাজিক প্রেক্ষাপটে তার তাত্ত্বিক ভূমিকা দীর্ঘ সময় আলোচিত ছিল।
২০২৫ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেও তা গ্রহণ করেননি।
৯৪ বছর বয়সী এই চিন্তক দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগে রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আপনার মতামত লিখুন :