ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

লোহিত সাগরে বিচ্ছিন্ন মাইক্রোসফটের ফাইবার অপটিক ক্যাবল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

লোহিত সাগরে বিচ্ছিন্ন মাইক্রোসফটের ফাইবার অপটিক ক্যাবল

ছবিঃ সংগৃহীত

লোহিত সাগরের তলদেশে বিস্তৃত মাইক্রোসফটের ফাইবার অপটিক ক্যাবল হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সৌদি আরবের জেদ্দার উপকূলের কাছে কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যাহত হয়েছে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং পরিষেবা, পাশাপাশি ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের ইন্টারনেট সংযোগ।

মাইক্রোসফট জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলে বড় ধরনের প্রভাব পড়েনি। প্রতিষ্ঠানটির দাবি, দ্রুত সময়ের মধ্যে এই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

রোববার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে কেবল ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ কয়েকটি সূত্র বলছে, মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি নাকি ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে গোয়েন্দা কার্যক্রমে ব্যবহার করা হয়ে আসছিল। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে মাইক্রোসফট।

এর আগে ২০২৪ সালের শুরুতে ইয়েমেনের নির্বাসিত সরকার অভিযোগ করেছিল, হুতিরা লোহিত সাগরে আন্ডারসি ক্যাবলে হামলার পরিকল্পনা করছে। সে সময়ও কয়েকটি কেবল বিচ্ছিন্ন হলেও বিদ্রোহী গোষ্ঠী দায় স্বীকার করেনি।

আমার ক্যাম্পাস

Link copied!