বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান নিজের শারীরিক অবস্থা নিয়ে এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন। প্রায় দুই দশক ধরে ধূমপানের অভ্যাসে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে আরশ খান লিখেছেন, স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে “ফ্লেক্স” দেখানোর জন্য সিগারেট ধরেছিলেন। সেই অভ্যাস টেনে এনেছে দীর্ঘ ১৯ বছর। আর এই অভ্যাসই তার ফুসফুসকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে।
অভিনেতার ভাষ্য, ধূমপান ছাড়তে গিয়ে তিনি ভেপ ব্যবহার শুরু করেছিলেন। কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তার মতে, গত ছয় মাসে ভেপ ফুসফুসে আগের ১৯ বছরের তুলনায় তিনগুণ বেশি ক্ষতি করেছে।
আরশ খান লিখেছেন—
“সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। যারা নতুন করে ধূমপান শুরু করার কথা ভাবছো, এখনই সাবধান হও। সিগারেট ছাড়লে অনেক ক্ষতি মেরামত হতে পারে, তবে কিছু ক্ষতি কখনোই ঠিক হয় না। আর ভেপ যে ক্ষতি করে, তার কোনো চিকিৎসা নেই।”
তিনি আরও উল্লেখ করেন, সিগারেটকে যদি একবার ছাড়তে হয়, তবে পুরোপুরি ছেড়েই দিতে হবে। ভেপ দিয়ে বিকল্প বানানোর চেষ্টা বিপজ্জনক হতে পারে।
আপনার মতামত লিখুন :