২০২৪ সালের শেষ প্রান্তে এসে পড়েছে দেশ। আজ বুধবার থেকে শুরু হলো নভেম্বর—বছরের শেষ দুই মাসের প্রথম দিন। তবে বছরের শেষ এই দুই মাসে সরকারি চাকরিজীবীদের ছুটি খুব একটা বেশি থাকছে না। নভেম্বর মাসে নেই একটিও সরকারি ছুটি, আর ডিসেম্বরে মিলবে মাত্র দুটি সাধারণ ছুটি—যার একটিতে টানা তিন দিনের বিরতি উপভোগ করা যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। বড়দিন বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে যুক্ত হবে শুক্রবার ও শনিবার—ফলে টানা তিন দিনের ছুটিতে বিশ্রাম বা ভ্রমণের সুযোগ মিলবে সরকারি কর্মীদের জন্য। চাইলে বড়দিনের আগে অথবা পরে একটি ছুটি নিয়ে পাওয়া যাবে টানা চার দিনের দীর্ঘ ছুটি।
অন্যদিকে, শুরু হওয়া নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি না থাকায় কর্মজীবীদের নিয়মিত অফিসেই থাকতে হবে। এজন্য অনেকে ডিসেম্বরের ছুটির দিকে তাকিয়ে আছেন, বছরের শেষ বড় ভ্রমণ বা পারিবারিক আয়োজনের জন্য এটি আদর্শ সময় হতে পারে বলে মনে করছেন অনেকেই।
এর আগে গত অক্টোবরের শুরুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পেয়েছিলেন টানা চার দিনের ছুটি—১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী, এরপর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার মিলিয়ে তৈরি হয় দীর্ঘ বিরতি।
বছরের শেষ দু’মাসে ছুটি কম হলেও ডিসেম্বরের টানা অবকাশ অনেকের জন্যই হবে আরাম ও পুনরুজ্জীবনের সুযোগ।

আপনার মতামত লিখুন :