বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢাকা ও মানিকগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা জেলা কল্যাণ সমিতির ২০২৫-২৬ বর্ষের কমিটি ঘোষণা করা হয়। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ডিজাস্টার সাইন্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তাজবীন শাকিব। এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো: আরবাজ হোসেন রোমান ।
ঢাকা জেলা কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আরবাজ হোসেন রুমান তার বক্তব্যে বলেন
"সুদূর ঢাকা ও মানিকগঞ্জ জেলা থেকে উত্তরের বাতিঘর খ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আগত শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই পরিবার। নবাগত শিক্ষার্থীদের নানান ভাবে সহযোগিতার প্রত্যয় নিয়ে ভ্রাতৃত্বের এক বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য। সে জায়গা থেকে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।"
শুক্রবার ৩১ অক্টোবর ২৫-২৬ বর্ষের এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় ।
যেখানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ আল জুবায়ের সিয়াম,ফয়সাল হোসেন, আল মাহমুদ আকাশ, তামিম, হাসান, মো: ইমন মিয়া, শাকিলা আলম ঐশি, মো: সামিউল হক আদিল, নাদিম হোসাইন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে : আব্দুল্লাহ আল ফাহাদ, চৈতি ঘোষ, কে এম ইলমুন ইসলাম আলভী।
সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শিপন।
সহ-সংগঠনিক সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, নাফিউর হাসান, সানভি আহমেদ মাহিম।
এছাড়া অন্যান্য পদে দায়িত্ব পালন করবেন মোঃ মেহেদী হাসান, আবতাহী সামিন, মোঃ সাইফুল,ইসলাম খান,আব্বাস উদ্দিন তুহিন, তাসমিনা তাবাসসুম রিদিকা, জাবেদ আহমেদ, আরাফাত হাসান,আব্দুল্লাহ্ মেহবুব খান, শয়ন,হাওলাদার,বৃষ্টি আক্তার, আল-কাফি, শুভ্রতা,বিশ্বাস জয়া, তৃষা বাড়ৈ, নাহিদ, মোঃ আবু বকর সিদ্দিক, নাফিম মাহমুদ, ফাতিন ইশরাক,জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান আরিয়ান, মো. ফাহাদ ইসলাম, আফরিদা বিনতে,হারুন সাকি,ইসরাত জাহান শিমু, মো: ওয়াসিম আকরাম খান, ভুপতি কৃষ্ণা কুমার, মোঃ সিয়াম হোসেন, মাইশা ইসলাম

আপনার মতামত লিখুন :