ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, এর আগে বিদেশ ভ্রমণের বিষয়ে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার ঘটনা দেখা গেছে। অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে গেছেন, একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ গেছেন—যা পূর্বের নির্দেশনার পরিপন্থি।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনকালীন সময়ে সরকারি নজরদারি, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিদেশ সফর সীমিত রাখা জরুরি। তাই এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশনা দেওয়া হলো।

এই নির্দেশনার কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সীমিত করতে পাঁচ দফা নির্দেশনা জারি করেছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে ছিল—ব্যক্তিগত উদ্যোগে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ না করা, আমন্ত্রণপত্র গ্রহণে পূর্বানুমতি, এবং বিদেশ সফরের উদ্দেশ্যে পেশাগত প্রয়োজন ও জনস্বার্থ যাচাই।

সরকারের এই পদক্ষেপ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আমার ক্যাম্পাস

Link copied!