ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দপুর এলাকায় বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা ও উজির আলীর অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতের ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধরা হলেন— শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, রাত পর্যন্ত ৮ জন গুলিবিদ্ধ রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় উজির আলী অভিযোগ করে বলেন, “ওয়াহিদ মোল্লার লোকজন একতরফাভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে এবং গুলি করেছে।” অপরদিকে ওয়াহিদ মোল্লা দাবি করেন, “আমার লোকজনের ওপর প্রতিপক্ষ প্রথমে হামলা চালায়, এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।”

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

আমার ক্যাম্পাস

Link copied!