সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে দেখা যায় পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে। মুখে মাস্ক, আর তার সামনে এক নবজাতককে ধরে রেখেছেন অন্য একজন। ছবিটি দেখে অনেকে মনে করেন—তাহসান আবার বাবা হয়েছেন।
বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার দিয়ে ক্যাপশনে কেউ লিখেছেন, “দ্বিতীয়বার বাবা হলেন তাহসান, মা হলেন রোজা আহমেদ।” আবার কেউ বলেছেন, “তাহসান পুত্র সন্তানের বাবা হয়েছেন।” আরেকজন দাবি করেছেন, “কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।” স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে অভিনন্দনের বার্তা।
তাহসানের ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক ইতিহাস বলছে, চলতি বছরের ৪ জানুয়ারি তিনি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। এখন তাদের বিবাহিত জীবন মাত্র আট মাস পার হয়েছে। তাই হঠাৎ করেই এই বাবা হওয়ার খবরটি অনেকের কাছে চমকপ্রদ মনে হয়েছে।
তবে গুঞ্জনের মাঝেই মুখ খুলেছেন তাহসান খান নিজেই। তিনি পরিষ্কার জানান, ছবিটি আসলে তিন বছর আগের। তার ছোট ভাইয়ের সন্তানের জন্মের সময় তিনি হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছিলেন, সেটিই এখন নতুন করে ছড়িয়ে পড়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। তাদের একমাত্র কন্যা আইরা জন্ম নেয় ২০১৩ সালে। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। আর তাহসান দীর্ঘ সময় একা থাকার পর নতুন জীবনে পা রাখেন রোজা আহমেদের সঙ্গে।
বর্তমানে এই দম্পতি সুখেই সময় কাটাচ্ছেন। তবে আলোচিত ছবিটি যে পুরনো, সেটি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।
আপনার মতামত লিখুন :