অভিনেত্রী শবনম ফারিয়া হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে আগ্রহী। তবে তিনি নেপাল বা দার্জিলিংয়ে না গিয়ে, বাংলাদেশের পঞ্চগড় বা তেঁতুলিয়া থেকে এই মনোরম দৃশ্য উপভোগ করতে চান।
শবনম ফারিয়া সামাজিক মাধ্যমে পঞ্চগড় বা তেঁতুলিয়ায় দুই-তিন দিনের জন্য পরিবারসহ থাকার মতো হোটেল, রিসোর্ট বা হোমস্টের সুপারিশ জানতে চেয়ে পোস্ট করেন। তার পোস্টে সহযোগিতার হাত বাড়ান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি পরামর্শ দেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্ট আছে। পঞ্চগড়ে স্বাগতম।’
তবে শবনম ফারিয়া পরামর্শ পাওয়ার পর ধন্যবাদ জানাতে ভুল করেন।
পুরনো দিনে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং থেকে দেখা দারুণ কষ্টসাধ্য ছিল। রাতের অন্ধকারে উঠে টাইগারহিলে অপেক্ষা করতে হতো সূর্যোদয়ের জন্য। ভাগ্য সহায় হলে এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, আর না হলে বারবার চেষ্টা করেও দেখা মেলা দুষ্কর ছিল। বর্তমানে বাংলাদেশ থেকে, বিশেষ করে পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে, স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যায়।
শবনম ফারিয়ার আগ্রহ এবং সারজিস আলমের পরামর্শের মাধ্যমে বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্যটন আরও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :