ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ভিন্ন ভিন্ন চরিত্রে তটিনী, দর্শকের ভালোবাসাই তার প্রেরণা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

ভিন্ন ভিন্ন চরিত্রে তটিনী, দর্শকের ভালোবাসাই তার প্রেরণা

আমি যা নই পর্দায় তাই হচ্ছি: তটিনী

ছোটপর্দার ব্যস্ততম নায়িকা তানজিম সাইয়ারা তটিনী। যার অভিনয় এবং হাসি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে তাকে। বিশ্বাসযোগ্য অভিনয় করে দর্শকের ভালোবাসা পেতে চান এই জনপ্রিয় অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তটিনী বলেন, ‘‘প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে যাচ্ছি। ভালো লাগছে। কেননা আমি যা নই পর্দায় তাই হচ্ছি। আমি বিশ্বাসযোগ্য চরিত্র হয়ে উঠতে চাই। দর্শকরা যেন অনেক দিন আমার অভিনয় মনে রাখেন। যেন তাদের আরও ভালোবাসা পেতে পারি।’’

অভিনয় প্রসঙ্গে তটিনীর মত, ‘‘অভিনয়ে শেখার শেষ নেই, যত শেখা যায় তত ভালো।’’

তটিনীর কাছে শুটিং যেন জীবনের অংশ। প্রতিদিন শুটিং না থাকলে ভালো লাগে না বলেও উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাপিটাল অ্যাপার্টমেন্ট’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তটিনী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি ৯০ দশকের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।  

আমার ক্যাম্পাস

Link copied!