নির্মাতা সাকিব ফাহাদের নতুন ছবি ‘সোলজার’-এ কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবিটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, এই সিনেমায় নায়িকার ভূমিকায় থাকছেন দুজন জনপ্রিয় মুখ—অভিনেত্রী তানজিন তিশা এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। তাদের দুজনের সঙ্গেই চূড়ান্ত আলোচনা শেষ পর্যায়ে, শিগগিরই হবে আনুষ্ঠানিক চুক্তি।
তিশার জন্য এটি হবে বড়পর্দায় অভিষেকের কাজ। অন্যদিকে ঐশী এর আগে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমায় অভিনয় করেছেন।
পরিচালক সাকিব ফাহাদের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হবে এ মাসেই। কাহিনিতে দেখা যাবে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। দেশের জন্য নানা ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নেওয়া সেই চরিত্রে থাকবে দেশপ্রেম, আবেগ, নাটকীয়তা এবং টানটান অ্যাকশনের মিশেল।
আপনার মতামত লিখুন :