ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশে ফিরছেন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫

জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশে ফিরছেন

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফিরছেন। দলের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, ভোরে তিনি দেশে পৌঁছাবেন।

তথ্য অনুযায়ী, জামায়াত আমির শফিকুর রহমান ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। এরপর ২২ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে নিউইয়র্কে সংবাদ সম্মেলনে অংশ নেন। সফরের পর তিনি যুক্তরাজ্যও সফর করেন।

ডা. শফিকুর রহমান ২০২৬-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ তথ্য ঘোষণা করেন।

আমার ক্যাম্পাস

Link copied!