ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

‘২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন’—আইন উপদেষ্টা আসিফ নজরুল

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫

‘২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন’—আইন উপদেষ্টা আসিফ নজরুল

ছবিঃ সংগৃহীত

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার (৩ নভেম্বর) সরকারের পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আসিফ নজরুল বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।’

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সময়মতো সিদ্ধান্তে আসতে না পারলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।’

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, ‘ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে।’

এর আগে গত ৩০ অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়েও একই কথা পুনর্ব্যক্ত করেন আসিফ নজরুল। তিনি জানিয়েছিলেন, ‘যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে—এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর।’

অন্তর্বর্তী সরকারের এই ঘোষণা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা আরও তীব্র করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আমার ক্যাম্পাস

Link copied!