ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

১৯৯১ সালে জামায়াতের সমর্থনেই বিএনপি সরকার গঠন করেছিল: ডা. তাহের

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

১৯৯১ সালে জামায়াতের সমর্থনেই বিএনপি সরকার গঠন করেছিল: ডা. তাহের

ছবিঃ আমার ক্যাম্পাস

বিএনপি জামায়াতে ইসলামী সম্পর্কে যেসব মন্তব্য করেছে, তার ব্যাখ্যা আগামীকালকের মধ্যে দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে এবং জাতির স্বার্থে বিএনপির সঙ্গে বসে আলোচনায় আগ্রহী জামায়াত।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনের চতুর্থ তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “বিএনপির এক নেতা বলেছেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা উচিত। আমি জানতে চাই, আমাদের সহযোগিতা ছাড়া ১৯৯১ সালে বিএনপি কীভাবে সরকার গঠন করেছিল? সেই নির্বাচনে জামায়াতের সমর্থনেই তো বিএনপি সরকারে আসে। আজ তারা এমন মন্তব্য করছে, যা সত্যি হলে তাদের নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন ওঠে।”

তিনি আরও বলেন, “যে দল ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়, তাদের সততার দরকার পড়ে না। কিন্তু জামায়াত কারও সঙ্গে কখনো প্রতারণা বা মোনাফেকি করে না। আমরা চাই, এই বিষয়ে খোলামেলা আলোচনা হোক। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই।”

গণভোট প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “অনেকে বলছেন গণভোটে অনেক খরচ হবে। কিন্তু যারা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা লুট করছে, তাদের টাকায় এক হাজার গণভোট করা সম্ভব। জাতির প্রয়োজনে গণভোট কোনো অতিরিক্ত খরচ নয়, বরং এটি গণতান্ত্রিক সমাধানের পথ।”

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, “যদি বিএনপি জানত যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জয়লাভ করবে, তাহলে তারা কখনোই নির্বাচনে অংশ নিত না।”

ডা. তাহের আরও দাবি করেন, “গণভোট হলে ৮০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দেবে, আর বিএনপির পক্ষে যাবে মাত্র ২০ শতাংশ। এজন্যই তারা গণভোটে যেতে ভয় পাচ্ছে, কারণ এর ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে।”

তিনি বলেন, “বিএনপি যতই উসকানি দিক, জামায়াত তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না। বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। বিএনপি যদি সমঝোতায় আসে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলও এতে রাজি হবে বলে আমরা আশা করি।”

আমার ক্যাম্পাস

Link copied!