ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

গণভোটের আদেশ ড. ইউনূসকেই দিতে হবে: হাসনাত আবদুল্লাহ

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫

গণভোটের আদেশ ড. ইউনূসকেই দিতে হবে: হাসনাত আবদুল্লাহ

ছবিঃ আমার ক্যাম্পাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের আদেশ বা অধ্যাদেশ—যেটাই হোক না কেন, তা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকেই জারি করতে হবে। তাঁর ভাষায়, “ফ্যাসিবাদী শাসনের রূপকারের কাছ থেকে গণঅভ্যুত্থানের স্বীকৃতি নেওয়া জাতির জন্য লজ্জার বিষয়।”

রোববার বিকেলে বরিশাল নগরীতে এনসিপির সমন্বয়ক সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গণভোটের আদেশ রাষ্ট্রপতির কাছ থেকে নেওয়া হলে, সেটি হবে জুলাই বিপ্লবের কফিনে শেষ পেরেক। যারা গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন দেখেছেন, যারা দীর্ঘদিন রাজপথে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, শহীদের রক্তে এই পরিবর্তনের সূচনা করেছেন—তারা নিশ্চয়ই ভাববেন, ফ্যাসিস্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে অভ্যুত্থানের স্বীকৃতি নেওয়া কতটা যৌক্তিক।”

ড. ইউনূসকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “এখনই সময় গণভোটের আদেশ দেওয়ার। এই দায়িত্ব অন্য কারও নয়, একমাত্র আপনার।”

এ সময় তিনি জানান, এনসিপি সারাদেশে সাংগঠনিক সফর পরিচালনা করছে এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সমন্বয়ক সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

আমার ক্যাম্পাস

Link copied!