জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের প্রধান পদ থেকে সরে দাঁড়িয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত। তবে তিনি দলের ‘যুগ্ম সদস্যসচিব’ এবং ‘সদস্য’ পদে থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছে দলটির নির্ভরযোগ্য একটি সূত্র।
সূত্র জানায়, গত ৩১ অক্টোবর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন সিফাত। পরে তিনি নিজেও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করছি না। এনসিপিতে আমার পদ আগের মতোই থাকবে। তবে ব্যক্তিগত কারণে দপ্তর সেলের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, তাই সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। আর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনকে একাধিকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।
এদিকে রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে, সংগঠনের ভেতর কিছু সাংগঠনিক কার্যক্রমের পরিবর্তন নিয়ে সম্প্রতি তৎপরতা দেখা গেছে। তবে সিফাতের পদত্যাগ সেই ধারাবাহিকতার অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়।

আপনার মতামত লিখুন :