ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

আলোচনায় বসার আহ্বান জামায়াতের — জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে প্রস্তাব

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

আলোচনায় বসার আহ্বান জামায়াতের — জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে প্রস্তাব

ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে তৈরি রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, “বিএনপির সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না জামায়াত; বরং দেশের স্বার্থে খোলামেলা আলোচনায় বসতে চায়।”

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, “রাজনীতিতে নানা রকম খেলা আছে, কিন্তু জামায়াত খেলায় নামতে চায় না। সোমবার দলীয় বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।”

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নে ডা. তাহের বলেন, “এই আহ্বান সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হচ্ছে। দেখি বিএনপি আগামীকাল (সোমবার) কী প্রতিক্রিয়া দেখায়।”

জামায়াত নেতা আরও বলেন, “আমরা চাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক, তবে গণভোট নভেম্বরেই হওয়া উচিত। একটি দল নির্বাচনের দিনেই গণভোট চায়—যা বাস্তবসম্মত নয়।”

গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে। সনদে ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৬১টিতেই কোনো না কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ আছে। বিএনপির রয়েছে ১৫টি প্রস্তাবে আপত্তি, যার মধ্যে ৯টি মৌলিক সংস্কার সংক্রান্ত। দলটি জানিয়েছে, ক্ষমতায় গেলে এসব বাস্তবায়ন করবে না।

বিএনপির দাবিতে সনদে ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত করা হয়, যাতে ভবিষ্যৎ সরকার চাইলে এসব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। তবে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশে এই ডিসেন্ট নোট বাদ পড়েছে, যা নিয়ে বিএনপি ক্ষোভ প্রকাশ করেছে। দলটি নির্বাচনের দিন গণভোট চায়, আর জামায়াত চায় নভেম্বরের মধ্যে নোট-ডিসেন্ট মুক্ত প্রস্তাবের ওপর গণভোট।

ডা. তাহের বিএনপিকে উদ্দেশ করে বলেন, “আসুন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসি। আলোচনার মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথ বের করতে হবে।” তিনি যোগ করেন, “সংকটের সমাধান রাজনৈতিকভাবেই সম্ভব। জনগণ ঐক্য ও স্থিতিশীলতা চায়।”

বিএনপির সমালোচনায় তিনি বলেন, “১৯৯১ সালে যদি জামায়াত না থাকত, বিএনপি কি তখন সরকার গঠন করতে পারত? আজ যারা জামায়াতকে নিষিদ্ধের কথা বলছে, তারা ইতিহাস ভুলে গেছে। বিএনপি এখন ফ্যাসিবাদী আচরণ করছে এবং বর্তমান সংকট তারাই তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “বিএনপি প্রথম থেকেই সংস্কারের ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছে। বিশ্বের কোথাও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে গণভোটের নজির নেই। এখন তারা নিজেদের বিভ্রান্তি ঢাকতে জামায়াতের ওপর দোষ চাপাচ্ছে।”

আমার ক্যাম্পাস

Link copied!