ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

ছাত্রলীগের সঙ্গে জিএস প্রার্থী আবু বাকেরের ছবি ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫

ছাত্রলীগের সঙ্গে জিএস প্রার্থী আবু বাকেরের ছবি ভাইরাল

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বাকের। তবে তার বিরুদ্ধে নতুন করে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে।

আবু বাকের বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক এবং ডাকসু নির্বাচনে ওই সংগঠন মনোনীত প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে, শেখ হাসিনা সরকারের আমলে তিনি ছাত্রলীগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ টিএসসিতে একটি “বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা”র আয়োজন করে। ওই সময় রেজিস্ট্রেশন বুথে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন আবু বাকের।

যদিও রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত হয়েছেন ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হিসেবে। ওই আন্দোলনের সময় তিনি সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় আসেন।

এদিকে শুক্রবার ডাকসু নির্বাচনে জিএস পদে আবু বাকেরকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এনসিপি থেকে বহিষ্কৃত মাহির সরকার। ফলে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে জিএস প্রার্থী হিসেবে আবু বাকেরের অবস্থান আরও শক্ত হলো বলে মনে করছেন তার সমর্থকেরা।

একই প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়ছেন আব্দুল কাদের।

আমার ক্যাম্পাস

Link copied!