ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ সারজিস আলমের

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ সারজিস আলমের

ছবিঃ আমার ক্যাম্পাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবার নিজের এলাকা পঞ্চগড়ের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি দাবি করেছেন, চ্যালেঞ্জ দিলে স্থানীয় বিএনপি নেতাদের মুখ রক্ষার মতো অবস্থা থাকবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, সম্প্রতি পঞ্চগড়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন— তেঁতুলিয়া উপজেলার কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং সাধারণ মানুষ এতে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতাদের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে।

তিনি আরও লেখেন, “প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এবার যদি প্রমাণের চ্যালেঞ্জ দেন তাহলে নিজেরাই মুখ দেখাতে পারবেন না। কারণ, গত এক বছরে কত ধরনের অপকর্ম করেছেন এবং কত টাকা অবৈধভাবে আয় করেছেন তা আপনারা ভালোভাবেই জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষও জানে। আমি প্রমাণ হাজির করলে শুধু তেঁতুলিয়াতেই নয়, পুরো বাংলাদেশ তা দেখবে।”

সারজিস দাবি করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরবাহী ট্রাকে চাঁদাবাজি, রাতের আঁধারে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন, টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রকল্প এবং বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ— সবকিছুর তথ্য তার হাতে রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কে কাকে দিয়ে কী করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত— সব প্রমাণ আছে। সাধু সেজে নেতা হওয়ার দিন শেষ। সময় হলেই সব প্রকাশ করা হবে।”

আমার ক্যাম্পাস

Link copied!