ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

জাকসুতে দলীয় পরিচয় গোপন রেখে প্রার্থীদের প্রচারণা: বিভ্রান্তিতে শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

জাকসুতে দলীয় পরিচয় গোপন রেখে প্রার্থীদের প্রচারণা: বিভ্রান্তিতে শিক্ষার্থীরা

ছবিঃ সংগৃহীত

আসন্ন জাকসু নির্বাচনে রাজনৈতিক পরিচয় গোপন করে প্রার্থীদের প্রচারণা চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচনে ভোট কম পাওয়ার আশঙ্কায় অনেক প্রার্থী নিজেদের স্বতন্ত্র হিসেবে উপস্থাপন করছেন।

শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন প্যানেল থেকেই প্রার্থীরা ভোট চাইতে আসছেন, তবে পরিচয় দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ২১ নং  হলের একজন আবাসিক শিক্ষার্থী বলেন,  “আমাদের হলে কয়েকজন ভোট চাইতে এসেছে। কিন্তু সবাই বলছে তারা স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। পরে শুনলাম তারা আসলে নির্দিষ্ট প্যানেলের প্রার্থী। আর হল সংসদ নির্বাচনেও এমনটা দেখা যাচ্ছে যে, প্রচারণা করছে সতন্ত্র প্রার্থী কিন্তু সোস্যাল মিডিয়া বা বাইরে দলীয় প্যানেলের হয়ে কাজ করছে।"

১৩ নং ছাত্রী হলের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী জান্নাত জাহান মীম বলেছে “রাজনৈতিক দলীয় পরিচয় প্রকাশ করলে হয়তো ভোট কমতে পারে, তাই তারা গোপন করছে। এতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কে আসলে কোন দল বা সংগঠনের। ”

জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থী হিরা খাতুন বলেছেন, “প্রার্থীরা আসলে কোন মতাদর্শে বিশ্বাস করে, তা জানার অধিকার আমাদের আছে। কিন্তু তারা যদি ভোট পাওয়ার আশায় নিজেদের পরিচয় এড়িয়ে যায় তাহলে এটা শিক্ষার্থীদের সাথে প্রতারনা। নির্বাচনের আগে পরিচয় গোপন করতে হয় এমন প্রার্থী কখনো শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারেনা।”

ফজিলতুন্নেসা হলের  শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “জাকসুর নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার। প্রার্থীরা যদি শুরুতেই পরিচয় গোপন করে, তাহলে ভবিষ্যতে তারা শিক্ষার্থীদের কাছে কীভাবে জবাবদিহি করবে?”

বিশ্ববিদ্যালয়জুড়ে ইতিমধ্যেই নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ— প্রার্থীদের রাজনৈতিক পরিচয় গোপন করার প্রবণতা স্বচ্ছ নির্বাচনী পরিবেশের পথে প্রশ্ন তুলছে।

আমার ক্যাম্পাস/ঐশি ইসলাম

Link copied!