আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে নেওয়া এই বিশেষ সুবিধার ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে সক্ষম, কেবল তাদের জন্যই বিশেষ ব্রেইল ব্যালট প্রস্তুত করা হয়েছে। সাতটি হল থেকে এমন ৩০ জন শিক্ষার্থীর নাম পাওয়া গেছে, যারা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। তাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা ব্যালট বুকলেট, যেখানে প্রতিটি পদের তালিকা পরিষ্কারভাবে সাজানো থাকবে।
ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত করা ব্রেইল ব্যালট হবে ৩০ পাতার একটি বুকলেট আকারে, যার শুরুতে থাকবে সূচিপত্র—কোন পদের তালিকা কোন পাতায় আছে তা সহজেই খুঁজে বের করার জন্য। অন্যদিকে, হল সংসদের ব্যালট হবে তিন থেকে চার পাতার।
রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর বলেন, “ব্রেইল ব্যালট চালু করা একটি বড় অগ্রগতি। আমরা হল কর্তৃপক্ষের কাছ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করেছি। যারা ব্রেইল পড়তে জানেন তারা সরাসরি এই ব্যালট ব্যবহার করবেন। আর যারা জানেন না, তারা প্রচলিত নিয়মে সহায়তা নিয়ে ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তারাও তাদের সহায়তা করবেন।”
এছাড়া এবারের নির্বাচনে ব্যালটের আকারও বড় করা হয়েছে। ডাকসুর ২৮টি পদের জন্য থাকবে পাঁচ পাতার ব্যালট, আর হল সংসদের জন্য এক পাতার ব্যালট। সব ব্যালটই অপটিক্যাল মার্ক রিকগনিশন (OMR) শিটে ছাপানো হবে, যেখানে ভোটাররা নির্দিষ্ট ঘরে চিহ্ন দিয়ে ভোট দেবেন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অপরদিকে, ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীরা হলের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
আপনার মতামত লিখুন :