ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

পবিপ্রবিতে আইন ও ভূমি প্রশাসন অনুষদের নবীন বরণ অনুষ্ঠিত

কাজী মেহেদী হাসান,পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

পবিপ্রবিতে আইন ও ভূমি প্রশাসন অনুষদের নবীন বরণ অনুষ্ঠিত

পবিপ্রবি‍‍`র আইন ও ভূমি প্রশাসন অনুষদের নবীন বরণ অনুষ্ঠান।ছবি:আমার ক্যাম্পাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের নবীন বরণ ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

তিন পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। সরকারি ও বিরোধী দলের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকদের বিশ্লেষণে বিরোধী দল বিজয়ী হয়।

বিতর্ক শেষে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এলএলবি ২০২৪-২৫ সেশন এবং এলএলএম জানুয়ারি-জুন ২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “আজকের এ নবীন বরণ অনুষ্ঠান আমাদের সবার জন্য আনন্দের। তোমাদের প্রতি আহ্বান থাকবে নৈতিকতার চর্চা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার।”

প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীরাই জাতি গঠনের প্রধান কারিগর। তাদের মেধা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা মেধার স্বাক্ষর রেখে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। আইন শাস্ত্রের শিক্ষার্থী হিসেবে তোমরা শুধু আইন বিশেষজ্ঞ নও, বরং আগামী দিনে আইনপ্রণেতা, সমাজসংস্কারক ও ন্যায়ের অগ্রদূত হবে। আইন অধ্যয়ন মানে শুধু বইয়ের জ্ঞান নয়; এটি মানবিক মূল্যবোধ ও ন্যায়ের প্রতি অঙ্গীকার। আমি প্রত্যাশা করি, তোমরা দায়িত্বশীল নাগরিক হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে।”

সভাপতির বক্তব্যে অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন বলেন, “আজকের এ সুন্দর আয়োজন আমাদের আনন্দিত করেছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, তোমরা ভালো নাগরিক হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অনুষদের ৬ জন কৃতী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই নবীন বরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের নতুন পথচলায় অনুপ্রেরণা জোগাবে এবং তাদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আমার ক্যাম্পাস

Link copied!