ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকসু ও ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট আগামীকাল

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

জাকসু ও ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট আগামীকাল

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামীকাল ০৯ সেপ্টেম্বর তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯:৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৬:০০ ঘটিকা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণের ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। 

 বিভিন্ন হলের প্রার্থীদের ডোপ টেস্ট নিম্নোক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে :

১।আলবেরুনী হল
২।আফম কামাল উদ্দিন হল
(দুপুর ১২:৩০ থেকে দুপুর ১:০০)

৩।মীর মশাররফ হোসেন হল
৪।নওয়াব ফয়জুন্নেসা হল
(দুপুর ১:০০ থেকে দুপুর ১:৩০)

৫।শহীদ সালাম-বরকত হল
৬।মওলানা ভাসানী হল
(দুপুর ১:৩০ থেকে দুপুর ২:০০)

৭।জাহানারা ইমাম হল
৮|প্রীতিলতা হল
(দুপুর ২:০০ থেকে দুপুর ২:৩০)

৯।বেগম খালেদা জিয়া হল
১০।১০ নং (ছাত্র) হল
(দুপুর ২:৩০থেকে বিকাল ৩:০০)

১১।শহীদ রফিক-জব্বার হল
১২। বেগম সুফিয়া কামাল হল
(বিকাল ৩:০০ থেকে বিকাল ৩:৩০)

১৩।১৩ নং (ছাত্রী) হল
১৪।১৫ নং (ছাত্রী) হল
(বিকাল ৩:৩০ থেকে বিকাল ৪:০০)

১৫।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল
১৬।রোকেয়া হল
(বিকাল ৪:০০ থেকে বিকাল ৪:৩০)

১৭।ফজিলতুন্নেসা হল
১৮।বীরপ্রতীক তারামন বিবি হল
(বিকাল ৪:৩০ থেকে বিকাল ৫:০০)

১৯।২১ নং (ছাত্র) হল
২০।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল
২১।শহীদ তাজউদ্দীন আহমদ হল
(বিকাল ৫:০০ থেকে সন্ধ্যা ৬:০০)

জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে বলেন, "প্রার্থীগণের নির্বাচনী প্রচারণা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে  উল্লেখিত সময়সূচী অনুযায়ী ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। উক্ত সময়ের মধ্যে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণকে উপস্থিত হয়ে ডোপ টেস্ট সম্পন্ন করার জন্য নমুনা জমা দেয়ার আহ্বান করা যাচ্ছে।"

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন।

আমার ক্যাম্পাস/ঐশী ইসলাম

Link copied!