ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

নকল আইডি কার্ড তৈরি করে ঢাবিতে প্রবেশের চেষ্টা, আটক ১

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

নকল আইডি কার্ড তৈরি করে ঢাবিতে প্রবেশের চেষ্টা, আটক ১

ছবি :সংগ্রহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

 

নিরাপত্তা নিশ্চিতে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকেই বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ঢাবি প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞার অল্প সময় পরই রাত পৌনে ১১টার দিকে নকল আইডি কার্ড ব্যবহার করে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন এক তরুণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাকে আটক করে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে, রাত ১২টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের জানান, ভুয়া আইডি কার্ড ঠেকাতে নীলক্ষেত এলাকায় অভিযান চলছে।

 

এর আগে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সাংবাদিকদের বলেন, “ডাকসু নির্বাচনকে ঘিরে জাল আইডি কার্ড তৈরির তথ্য আমরা পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ চলছে।”

 

আমার ক্যাম্পাস

Link copied!