জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অমর্ত্য রায় জন-এর প্রার্থীতা বাতিল হওয়ার কারণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমববার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত)ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নির্বাচনী কমিশন কর্তৃক অমর্ত্য রায় জন-এর নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করার বিষয়টি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অমর্ত্য রায় জন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ৪৭-তম ব্যাচে ভর্তি হন এবং গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে স্নাতকোত্তর পর্বে ভর্তির জন্য আবেদন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদ ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য যাচাই-বাছাই করে জানতে পারে যে, অমর্ত্য রায় জন ২০২১ সালে ৪র্থ পর্ব স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং দুটি কোর্সে অকৃতকার্য হন।
তিনি ২০২২ ও ২০২৩ সালে দুইবার মানোন্নয়ন পরীক্ষা দিয়েও অকৃতকার্য হন এবং সর্বশেষ ২০২৫ সালে তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে এক কোর্সে কৃতকার্য হলেও অন্য কোর্সে আবারও ‘এফ’ গ্রেড পান। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী দুটি কোর্সে ‘এফ’ গ্রেড পেলেও একবারই মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পেতে পারেন, কিন্তু অমর্ত্য রায় জন তার নিয়মবহির্ভূতভাবে দ্বিতীয়বার মানোন্নয়ন পরীক্ষা দিয়েছিলেন।
এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অমর্ত্য রায় জন বর্তমানে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত, এবং জাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশন তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করেছে।
এছাড়া, অমর্ত্য রায় জনের বিরুদ্ধে ২০২৪ সালে একটি বহিষ্কারাদেশও ছিল, যা তিনি আদালতে চ্যালেঞ্জ করেন এবং আদালতের নির্দেশনার পর ২০২৪ সালের ৩০ ডিসেম্বর বিশেষ সিন্ডিকেট সভায় মানবিক বিবেচনায় প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য গত ০৬ সেপ্টেম্বর ' সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জনের প্রার্থীতা বাতিলের তথ্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর এবারের জাকসু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
আপনার মতামত লিখুন :