ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ইউনুচ রাতুল- এর কবিতা ‍‍`দ্বিধার দেওয়াল‍‍`

ইউনুচ রাতুল

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

ইউনুচ রাতুল- এর কবিতা ‍‍`দ্বিধার দেওয়াল‍‍`

ছবিঃ সংগৃহীত

কিছু কিছু দ্বিধার দেওয়াল
একপাক্ষিক হয়।
অপর পক্ষ হয় শূন্য,
দেওয়ালবিহীন—চাইলেই ভেদ করা যায়।
কিন্তু এই পক্ষ ভেদ করতে পারে না,
কারণ দেওয়ালটা তারই সৃষ্টি।
যেটা তৈরি করতে পারলেও
ভাঙার সামর্থ্য তার নেই।

আছে শুধু অনুশোচনা।
যার তীব্রতায় নিঃশেষ
হচ্ছে তার অস্তিত্ব।
পক্ত হচ্ছে দ্বিধার দেওয়াল।

অপর পক্ষ শুধু নীরব দর্শক,
যে শুধু দেওয়াল দেখতে পায়।
দেওয়ালের ওপারে তার জন্য
বিভীষিকা।
সে কোনো দেওয়াল গড়েনি,
গড়তেও চায়নি।
সে অপেক্ষায় ছিলো—
যাতে দ্বিধা সৃষ্টি না হয়।

হোক চার দেওয়ালে আবদ্ধতা,
কিন্তু হলো এক দেওয়ালের বিচ্ছিন্নতা।

এখনো আছে সে আশায়— “দেওয়াল ভাঙার”,
ভাঙবে না জেনেও।

আমার ক্যাম্পাস

Link copied!