ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নিজ বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার

কুবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

নিজ বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

 

কুমিল্লার নগরীর কালিয়াজুরী পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি 'পরিকল্পিত হত্যাকাণ্ড'। 

সোমবার (০৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। 

নিহতরা হলেন— কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আফরিন (২৩)। তারা গত ৫ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। 

পুলিশসূত্রে জানা যায়, গত রোববার (৭ সেপ্টেম্বর) রাত ০১ টার দিকে নিহত সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, 'আমরা দুইটার সময় ভিক্টিমের বড় ছেলের ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এখনই বলতে পারছি না আমরা। তবে গায়ে কোন আঘাতের ও চিহ্ন নেই। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তদন্তের পর বলা যাবে।

আমার ক্যাম্পাস/তাফসিরুল

Link copied!