জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়। সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি এ রিট দায়ের করেন।
অমর্ত্যের আইনজীবী অ্যাডভোকেট মানজুর আল মতিন জানান, কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে যে জাকসু নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে রিট করা হয়েছে— কিন্তু সেটি সত্য নয়। আসলে “সম্প্রীতির ঐক্য” নামের প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা অপ্রত্যাশিতভাবে বাতিল করা হয়েছে। প্রার্থী যাচাই-বাছাইয়ের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হঠাৎ করেই তাকে কিছু না জানিয়েই প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হয়।
তিনি বলেন, “আমাদের একটাই দাবি— অমর্ত্য রায় যেন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আশা করছি আগামীকাল রিটটির শুনানি হবে এবং হাইকোর্টের রায় তার পক্ষে আসবে।”
আইনজীবী আরও দাবি করেন, ফ্যাসিস্ট আমলে অমর্ত্য রায় বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী গ্রাফিতি আঁকায় প্রশাসনের চাপে পড়েন। তখন তার ছাত্রত্ব বাতিলসহ মামলা হয়। পরে হাইকোর্ট তার ছাত্রত্ব ফিরিয়ে দিতে নির্দেশ দেয়। এই বিলম্ব অমর্ত্যের দোষ নয় বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তির সমালোচনা করে আইনজীবী অভিযোগ করেন, প্রশাসন অমর্ত্যের ব্যক্তিগত তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা বাতিলের কথা জানানো হয়।
আপনার মতামত লিখুন :