ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

জয়পুরহাটে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ

মো. ওমর ফারুক

সদর উপজেলার সগুনা গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ করেছেন স্থানীয় একাধিক শিক্ষক। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে তিনি শিক্ষকদের জিম্মি করে নানা অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক ওমর ফারুক অবৈধভাবে টাইম স্কেল গ্রহণ, অতিরিক্ত বেতন উত্তোলন, শ্রান্তি ভাতা বাণিজ্য, বিদ্যালয়ের গাছ কর্তন ও আত্মসাৎ, স্লিপ ফান্ডসহ বিভিন্ন বরাদ্দ আত্মসাৎ, বদলি বাণিজ্য, প্রশ্নফাঁস, বিদ্যালয়ে উপস্থিতি এড়িয়ে ব্যক্তিগত কোচিং ব্যবসা পরিচালনা, শিক্ষক-কর্মকর্তাদের ফাইলপত্রে দালালীসহ নানা অনিয়মে জড়িত।

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি সহকর্মী শিক্ষকদের পি আর এল, পেনশন ও জিপিএফ লোনের কাগজপত্র তৈরির নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। শিক্ষক নেতা পরিচয় দিয়ে আন্দোলনের নামে নিরীহ শিক্ষকদের কাছ থেকেও লাখ লাখ টাকা আদায় করেছেন বলে অভিযোগ।

অভিযোগকারীরা জানান, এসব অবৈধ অর্থ দিয়ে তিনি জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্রে একটি বৃহৎ চারতলা ভবন নির্মাণ করেছেন।

এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জয়পুরহাট সদর উপজেলার একাধিক শিক্ষক। তারা বলেন, একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের কারণে পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা চাই তাকে অন্য বিভাগে বদলি করা হোক, যাতে জয়পুরহাট প্রাথমিক শিক্ষা দুর্নীতিমুক্ত পরিবেশ ফিরে পায়।

অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন— এ এফ এম হাবিবুল ইসলাম (সহকারী শিক্ষক, উত্তর জয়পুর সপ্রাবি); ছাইদুর রহমান সাজু (সহকারী শিক্ষক, পাঁচুরচক সপ্রাবি); এনামুল হক (সহকারী শিক্ষক, দোগাছি আদর্শ সপ্রাবি); আহসান হাবীব চৌধুরী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হালট্টি সপ্রাবি); রবিউল ইসলাম (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, থিয়ট সপ্রাবি)।

 

আমার ক্যাম্পাস

Link copied!