কখনো আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ আবার কখনো বিএনপি। এবার বিএনপির সমাবেশে হাজির হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক সভায় অংশ নিয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। স্থানীয় বিএনপি নেতা রিপন হোসেন তাদের আমন্ত্রণ জানান। তারকা দুইজনকে সরাসরি দেখতে ভিড় জমায় বিপুল দর্শক।
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি শিল্পী—এটাই আমার পরিচয়। এই পরিচয়ে আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে সাত ঘণ্টার পথ পাড়ি দিয়েছি। জানতে পেরেছি, দুপুর থেকে গরমে বসে আছেন অনেকেই—এটাই প্রমাণ করে আপনারা কতটা আন্তরিক।”
নিজের পরিচয়ের প্রসঙ্গে তিনি জানান, “আমি বগুড়ার মেয়ে। আগে রাজবাড়ীতে এসেছিলাম, কিন্তু খোকসায় আসা হয়নি। এখানে আসতে পেরে ভালো লাগছে।”
স্থানীয় নেতা রিপন হোসেনের উদ্দেশে তিনি বলেন, “রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আপনারা যদি সেই সুযোগ দেন, তাহলে তিনি আপনাদের জন্য কাজ করতে পারবেন। আশা করি, আপনারা বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, যেমনটা সবসময় ছিলেন।”
আপনার মতামত লিখুন :